ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২৮ জানুয়ারিঃ রেজিনগরে টাটাসুমোর সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৩, আহত ৪। ঘটনাটি ঘটেছে রবিবার রাত সাড়ে ৮ নাগাদ রেজিনগর থানার মরাদিঘির জলট্রাঙ্কের কাছে ৩৪ নং জাতীয় সড়কে। সূত্রের খবর একটি বিয়ের বরযাত্রী বোঝাই টাটাসুমো বেলডাঙার জালালপুর গ্রামে থেকে রেজিনগরের মাঙ্গনপাড়া যাচ্ছিল। মোট ৭জন বরযাত্রী ছিল গাড়িতে। তাদের মধ্যে একজন শিশু, দুজন মহিলা, ৪ জন পুরুষ (ড্রাইভার সহ)। তাদের সকলের বাড়ি বেলডাঙা থানার জালালপুর গ্রামে বলে জানা যায়। সুমোর ড্রাইভারের বাড়ি মহ্যমপুর গ্রামে। সামনে থেকে একটি বহরমপুরগামী বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। স্থানীয় মানুষ আহতদের বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানেই সুমোর ড্রাইভার সবুর আলিকে (৪৮) মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাকিদের বহরমপুর মেডিক্যাল কলেজে রেফার করা হয়। রাস্তার আরও ২ জন মারা যায় বলে জানা যায়।


No comments:
Post a Comment