30 December 2018

রানিনগরে অস্ত্রসহ আটক এক দুষ্কৃতি



ওয়েবডেস্ক, কথাবার্তা, রানিনগর, ৩০ ডিসেম্বরঃ রানিনগরে অস্ত্রসহ আটক এক দুষ্কৃতি। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৪ টি পাইপগান, ১ টি মাসকেট, ১ টি সেভেন এমএম সহ ৬ রাউন্ড গুলি।ধৃতের নাম তারিফ সেখ(১৯)। বাড়ি রানিনগর থানার বামনাবাদ মাহাতাব কলোণী। গোপন সূত্রে খবর পেয়ে রবিবার সন্ধ্যা নাগাদ পুলিশ তাকে কুপতলা মোড় থেকে  আটক করে। তার কাছ থেকে উদ্ধার হয় ৪ টি পাইপগান, ১ টি মাসকেট, ১ টি সেভেন এমএম সহ ৬ রাউন্ড গুলি। সোমবার ধৃতকে আদালতে তোলা হবে।

No comments:

Post a Comment