11 November 2019

বেলডাঙা শহরে এই প্রথম Mi Store উদ্বোধন হল


ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ১১ নভেম্বর : বেলডাঙা শহরে এই প্রথম Mi Store উদ্বোধন হল। বেলডাঙা পাঁচরাহা ছাপাখানা রোড়ের পাশে বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্যান্ড Mi এর শোরুম উদ্বোধন হল সোমবার বিকেল ৪ টে নাগাদ। উদ্বোধন করেন সারগাছি চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অমৃতা বিশ্বাস। এখানে Mi কোম্পানির Redmi, Xiaomi মোবাইল,  LED টিভি, এসি, ফ্রীজ, ওয়াটার ফিলটার, পাওয়ার ব্যাঙ্ক, ব্যাগ, হেডফোন  ইত্যাদি প্রোডাক্ট সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে। 

এদিন উদ্বোধনে উপস্থিত ছিলেন বেলডাঙা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নজরুল ইসলাম,  প্রাক্তন বিধায়ক গোলাম কিবরিয়া, দেবকুন্ডু পঞ্চায়েতের প্রধান নাসিমা বিবি,  উপপ্রধান আবু সুফিয়ান, বনোতোষ ঘোষ, পুর্তদপ্তরের কর্মাধ্যক্ষ রিয়াজদ্দিন মণ্ডল সহ বিশিষ্টরা। Mi ফেডারেশনের বিজনেস ম্যানেজার সন্তোষ গৌর বলেন, 'Mi কোম্পানির সমস্ত প্রোডাক্ট এখানে অনলাইনের মত ন্যায্য মূল্যে পাওয়া যাচ্ছে। হাতে নেড়ে দেখেশুনে পছন্দ মতো জিনিস কিনতে পারবেন।' 



No comments:

Post a Comment