08 September 2018

খুঁটি থেকে বিদ্যুতের ট্রান্সফরমার পড়ে গুরুতর আহত বাইক চালক বেলডাঙায়



ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ৮ সেপ্টেম্বরঃ বেলডাঙায় ইলেকট্রিক খুঁটি থেকে বিদ্যুতের ট্রান্সফরমার পড়ে গুরুতর আহত হল এক বাইক চালক, বিক্ষোভ দেখাল স্থানীয় মানুষ। আহত বাইক চালকের নাম আশরাফুল সেখ, বাড়ি মহ্যমপুর গ্রামে। ঘটনাটি ঘটেছে শনিবার সকাল ১০ টা নাগাদ বেলডাঙার পাঁচরাহা মোড়ের কাছে নজরুলপল্লীর যাবার রাস্তায়। 

জানা যায়, একটি ভাংড়ি বোঝায় লরি রাস্তা দিয়ে যাবার সময় ট্রান্সফরমারের খুঁটিতে বেধে গেলে সেটি খুঁটি থেকে রাস্তায় পড়ে যায়। সেই সময় লরির পিছনে পিছনে আশরাফুল সেখ বাইক চালিয়ে যাচ্ছিল, ট্রান্সফরমারটি তার উপর হুড়মুড় করে পড়ে। এই ঘটনায় আশরাফুল সেখের পা ভেঙেছে বলে জানা গেছে। স্থানীয় লোকজন তাকে বেলডাঙা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয় মানুষের অভিযোগ রাস্তা দখল করে একটি বাড়ি তৈরি করার ফলে এই জায়গার রাস্তাটি সংকীর্ণ হয়ে পড়েছে। তাই বোঝায় গাড়ি হামেশাই এই বিদ্যুতের খুঁটিতে বেধে যায়। উত্তেজিত জনগণ বাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


No comments:

Post a Comment