ওয়েবডেস্ক, কথাবার্তা, ডোমকল, ৮ সেপ্টেম্বর : ডোমকলের ভৈরব নদীর নৌকা ডুবিতে নিখোঁজ তিন জনের মৃত দেহ উদ্ধার হল শনিবার। শনিবার খুব সকালে জহুরা বিবি (৪০), উম্মে সালমা (৪) এই দুজনের মৃত দেহ উদ্ধার হয়। তার কিছুক্ষণ পরের শিশু আলামিন সেখের (১) মৃত দেহ খুঁজে পাওয়া যায় নদী থেকে। আলামিনের বাড়ি ডোমকল থানার বৃন্দাবনপুর গ্রামে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডোমকলের মধ্য গরিবপুরের ফেরি ঘাটে নৌকাডুবিতে এক মহিলা ও দুই শিশু সহ মোট তিন জন নিখোঁজ ছিল। প্রশাসনে তৎপরতায় আজ তাদের তিন জনেরই মৃত দেহ উদ্ধার হল নদী থেকে।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় ডোমকলের মধ্য গরিবপুরের ফেরি ঘাটে নৌকাডুবিতে এক মহিলা ও দুই শিশু সহ মোট তিন জন নিখোঁজ ছিল। প্রশাসনে তৎপরতায় আজ তাদের তিন জনেরই মৃত দেহ উদ্ধার হল নদী থেকে।
ভিডিও দেখুন


No comments:
Post a Comment