03 October 2017

বেলডাঙায় বড়সড় ব্যাঙ্ক ডাকাতি রুখল পুলিশ



ওয়েবসাইট, বেলডাঙা, ৩ অক্টেবর : বেলডাঙায় বড়সড় ব্যাঙ্ক ডাকাতি রুখল পুলিশ। পুলিশের ভুমিকায় খুশি এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে বেলডাঙা সিন্ডিকেট ব্যাঙ্কের বাঁশচাতর শাখায়। দুষ্কৃতিরা ভিতরে ঢুকে লকার ভাঙতে পারলেও বিশেষ কিছু নিতে পারেনি বলে ব্যাঙ্ক সূত্রে জানা গেছে। সূত্রের খবর, সোমবার রাত ১২ টা নাগাদ বেলডাঙা থানার বাঁশচাতর শাখার সিন্ডিকেট ব্যাঙ্ক ডাকাতির উদেশ্যে জানলার গিরিল কেটে ভিতরে ঢুকে কয়েকজন দুষ্কৃতি। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় ওসি সমিত তালুকদারের নেতৃত্বে বেলডাঙা থানার পুলিশবাহিনী। পুলিশ ব্যাঙ্কের কাছে আসতেই চম্পট দেয় দুষ্কৃতিরা।  মঙ্গলবার সকাল ১০ নাগাদ  ব্যাঙ্কে ম্যানেজার আসলে পুলিশের মজুতে প্রাথমিক তদন্ত করে তিনি জানান দুষ্কৃতিরা সে রকম কিছুই নিয়ে যেতে পারেনি। পুলিশ দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।


No comments:

Post a Comment