ওয়েবডেস্ক, সাহেব, কান্দি (মুর্শিদাবাদ), ২ অক্টোবর : বাইক দুর্ঘটনায় কান্দিতে মৃত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, জখম আরও ৪ যুবক। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার ভবানিপুর পেট্রোল পাম্পের সামনে। মৃতের নাম মিনহাজ সেখ(২১)। বাড়ি কান্দি বাঘডাঙ্গা নপাড়া গ্রামে। তিনি পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এই দুর্ঘটনায় গুরুত্বর জখম হয়েছে আরও চারজন। জানা গেছে সোমবার দুপুরে একটি বাইকে করে শিক্ষক মিনহাজ সেখ ও আব্দুল হোসেন বাড়ি থেকে বেরিয়ে ছিলেন গোকর্ণের পথে। তবে মাঝ পথে তিনজন আরোহী সহ উল্টোদিক থেকে আসা একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে। ফলে ঘটনাস্থলেই পাঁচজন রক্তাক্ত অবস্থায় জখম হয়ে পড়েন। ঘটনাটি ঘটতে দেখে ছুটে আসেন স্থানীয়রা এবং উদ্ধার করে সবাইকে নিয়ে যাওয়া হয় কান্দি মহকুমা হাসপাতালে। সেখানে চিকিৎসক একজনকে মৃত্যু বলে জানান এবং বাকিদের শারীরিক অবনতি দেখে তাদের স্থানান্তর করেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। পুলিশ জানান, মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে কান্দি মহকুমা হাসপাতালে।


No comments:
Post a Comment