21 June 2017

যোগ দিবসে সামিল স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ



ওয়েবডেস্ক, বেলডাঙা, ২১ জুন : সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে আন্তর্জাতিক যোগ দিবস মর্যদার সঙ্গে পালিত হল মুর্শিদাবাদ জেলার বিভিন্ন বিদ্যালয় থেকে পাড়ার ময়দানে। যোগ দিবসে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্তভাবে। এই উপলক্ষে এদিন জাতীয় সেবা প্রকল্পের অধীন মুর্শিদাবাদ জেলা বিদ্যালয়গুচ্ছের আন্তর্জাতিক যোগ দিবস পালনের শিবির হয় বেলডাঙা নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ উচ্চ বিদ্যালয়ে। এই শিবিরে অংশগ্রহণ করে নওপুকুরিয়া জানকীনাথ যদুনাথ উচ্চ বিদ্যালয়, হরেকনগর এ. এম. ইন্সটিটিউশন, ঝাওবনা হাই স্কুল, বহরমপুর আই সি আই, লালগোলা শেখালীপুর হাই স্কুল। যোগ শিবিরে সামিল হয় বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীরা। এদিন বেলডাঙা নেতাজি পার্কেও যোগ শিবিরে আয়োজন করা হয়। অংশগ্রহণ করে বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকারা। নওদার ঝাউবনা খেলার মাঠে এক বিশেষ যোগ শিবিরের আয়োজন করা হয়। গ্রামের সাধারণ মানুষ ও মহিলারা এই শিবিরে অংশগ্রহণ করে।


No comments:

Post a Comment