24 June 2017

বেলডাঙায় চোর সন্দেহে গণপিটুনি



ওয়েবডেস্ক, বেলডাঙা, ২৪ জুন : চোর সন্দেহে এক ব্যক্তিকে ইলেকট্রিক খুঁটিতে বেঁধে গণপিটুনি দিল এলাকাবাসী। ঘটনাটি ঘটছে বেলডাঙা থানার সারগাছি মোড়ে সকাল ৯ টা নাগাদ। সূত্রের খবর, সকালে সারগাছিতে মুজারুল সেখার বাড়ি থেকে হাঁস মুরগি চুরি করে পালাবার সময় হাতেনাতে ধরে ফেলে চোরকে। স্থানীয় মানুষ ইলেকট্রিক খুঁটিতে বেঁধে গণপিটুনি দিয়ে তার নাম ও বাড়ি জানার চেষ্টা করে। কিন্তু অনেক চেষ্টা করেও তার পরিচয় জানা যায়নি। পুলিশের হাতে তুলে না দিয়ে কিছুক্ষণ পর তাকে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় বাসিন্দা রহমোতুল্লা জানান, 'দীর্ঘ কয়েক মাস থেকে আমাদের এই এলাকায় খুব চুরি হচ্ছিল। আমরা অনুমান করছিলাম যে, কেউ হিরোইন জাতিয় মাদক দ্রব্য খাওয়ার টাকা যোগানোর জন্য একাজ করছে। আজ সকালে চুরি করে পালাবার সময় চোরকে আমরা হাতেনাতে ধরে ফেলি। আমরা ওর পরিচয় জানার জন্য ইলেকট্রিক খুঁটিতে বেঁধে রেখেছিলাম। কিন্তু অনেক চেষ্টা করেও ওর পরিচয় জানতে পারিনি। ও হিরোইন জাতিয় মাদক দ্রব্য খায়, তাই কোথাও কিছু অঘটন ঘটে সেই ভয়ে শেষ পর্যন্ত  ওকে আমরা ছেড়ে দিয়েছি।' চোরকে হাতে পেয়েও তার নাম ও পরিচয় জানতে না পেরে এলাকাবাসীর মন আপাতত উসখুস করছে।

No comments:

Post a Comment