ওয়েবডেস্ক, বেলডাঙা, ৩০ জুন : মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় এবার অনুষ্ঠিত হচ্ছে মোহনবাগান সেল একাডেমীর ট্রায়াল ক্যাম্প। দেবকুন্ড ইউনিয়ন স্পোটিং ক্লাবের সহযোগিতায় ট্রায়াল ক্যাম্প অনুষ্ঠিত হবে দেবকুন্ড ফুটবল ময়দানে। এই ক্যাম্প শুরু হবে ১ জুলাই সকাল ৭ নাগাদ এবং চলবে ৩ জুলাই পর্যন্ত। এই ট্রায়াল ক্যাম্পে ইচ্ছুক অংশগ্রহণকারীদের ভারতীয় নাগরিকত্বের পাশাপাশি তাদের বয়স ১ জানুয়ারি ২০০০ থেকে ১ জানুয়ারি ২০০২ সালের মধ্যে হতে হবে। দেবকুন্ড ইউনিয়ন স্পোটিং ক্লাবের সভাপতি নজির হোসেন বলেন, ‘ মুর্শিদাবাদে মোহনবাগানের ট্রায়াল ক্যাম্প হবে এটা খুব গর্বের বিষয়। এই ট্রায়াল ক্যাম্পের মাধ্যমে আমাদের মুর্শিদাবাদের ভালো খেলোয়াড়রা মোহনবাগান সেল একাডেমী ক্লাবের মতো বড় জায়গায় খেলার সুযোগ পাবে।' ওই ক্লাবের সম্পাদক নাজমে আলম বলেন, ‘এই ট্রায়াল ক্যাম্পে যারা অংশগ্রহণ করবে তাদের ফটোকপি সহ জন্ম প্রমাণ পত্র সঙ্গে আনতে হবে। যদি কেউ এই ট্রায়াল ক্যাম্প সম্পর্কে আরও তথ্য জানতে চান তাহলে আমাদের এই মোবাইল নম্বরে যোগাযোগ করতে পারেন - ৯৭৩৪ ৫৪৯ ৬৪৯/ ৯৪৭৪ ৩১৬ ৯৯২/ ৯৭৩২ ৯১০ ১৯৮।'


No comments:
Post a Comment