30 June 2017

হরিহরপাড়ায় ট্রাক্টর ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত ১



ওয়েবডেস্ক, হরিহরপাড়া, ৩০ জুন :  ট্রাক্টর ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মারা গেল দুইজন ও আহত একজন, একই পরিবারের। সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ৮ টা নাগাদ হরিহরপাড়া থানার বহরমপুর আমতলা রাজ্য সড়কে চুঁয়া বাজার এলাকায়। মৃতদের নাম আব্দুল ওহাব (৬০) ও সালাউদ্দিন মন্ডল (৪)। আহতের নাম জান্নাতুন বিবি। সকলের বাড়ি ডোমকল থানার গরীবপুর গ্রামে। মৃতের পবিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৭ টা নাগাদ আব্দুল ওয়াহাব তার স্ত্রী জান্নাতুন বিবি ও নাতি সালাউদ্দিন মন্ডলকে সঙ্গে নিয়ে বাইকে চেপে  হরিহরপাড়ার জামায়ের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছিল। হরিহরপাড়া চুঁয়া বাজার মোড়ে বহরমপুর আমতলা রাজ্য সড়কের উপর বহরমপুরগামী একটি বালি ভর্তি ট্রাক্টরের সঙ্গে মখোমুখি সংঘর্ষ হয় তাদের। গুরুতর আহত হয় তারা। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদের হরিহরপাড়া হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা আব্দুল ওয়াহাব ও তার নাতিকে মৃত বলে ঘোষণা করেন। জান্নাতুন বিবিকে গুরুতর অবস্থায় স্থানান্তর করা হয় বহরমপুর মেডিকাল কলেজ হাসপাতালে। সে এখন ওই হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় বাসিন্দা কাদের সেখ বলেন, 'আমরা দুর্ঘটনাগ্রস্ত তিন বাইক আরোহীকে ছুটে এসে তাড়াতাড়ি  হরিহরপাড়া হাসপাতালে নিয়ে যায়। ওখানেই ডাক্তারবাবু দুইজনকে মৃত বলে ঘোষণা করেন ও অন্যজনকে গুরুতর আহত অবস্থায় বহরমপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।' পুলিশ মৃতদেহ গুলিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছ। তবে ঘাতক ট্রাক্টর সহ চালক পলাতক। পুলিশ তাদের ধরার জন্য খোঁজ করছে।


No comments:

Post a Comment