29 December 2016

সারা বাংলা আমন্ত্রণমূলক ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে বহরমপুরে


ওয়েবডেস্ক, ২৯ ডিসেম্বর ২০১৬: মুর্শিদাবাদ জেলার ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় দুই দিন ব্যাপী ২৯ ডিসেম্বর ও ৩০ ডিসেম্বর, সারা বাংলা আমন্ত্রণমূলক সেইগো-কাই ক্যারাটে (Seigo - Kai Karate) প্রতিযোগিতা রাহা কাপ ২০১৬ আয়োজিত হচ্ছে বহরমপুর ওয়াই.এম.এ. ময়দানে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বালক ও বালিকারা এই প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে অংশ গ্রহন করতে এসেছে।


No comments:

Post a Comment