30 December 2016

নেহেরু যুব কেন্দ্রের ব্লক স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা হলো কান্দিতে


ওয়েবডেস্ক, ৩০ ডিসেম্বর ২০১৬: কান্দি ব্লকের বহড়া আদর্শ বিদ্যা পীঠের মাঠে হয়ে গেল ২৮ ও ২৯ ডিসেম্বর মুর্শিদাবাদ নেহেরু যুব কেন্দ্র  পরিচালিত ২০১৬ ব্লক স্তরীয় ক্রীড়া প্রতিযোগিতা । কাবাডি, খো-খো, ভলিবল ও ফুটবল খেলা নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন হয়েছিল। ব্যবস্থাপনায় ছিল কান্দির বহড়া গোলবদন ত্রিবেদী স্মৃতি সংঘ। উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের জেলা আধিকারিক দ্বারিকা প্রসাদ  জাজো, কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রী সুকান্ত ত্রিবেদী ও  বিশিষ্ট ব্যক্তিরা।


No comments:

Post a Comment