07 August 2016

'সোঁদামাটি'-র বর্ষা সংখ্যা উদ্বোধন


ওয়েব ডেস্ক, ৭ আগস্ট  : আজ 'সোঁদামাটি' সাহিত্য পত্রিকা বর্ষা সংখ্যা ২০১৬ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল বেলডাঙ্গা দারুল হাদীস সিনিয়র মাদ্রাসার কনফারেন্স হলে বিকাল ৪ টের সময়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন ও রাষ্ট্রপতিপ্রাপ্ত শিক্ষক তথা সাহিত্যিক মোহাঃ নুরুল ইসলাম মিয়া, কথাবার্তা পত্রিকার প্রধান সম্পাদক ও কবি কবিরুল ইসলাম কঙ্ক, অহল্যা লোকসংস্কৃতি চর্চার সম্পাদক সন্তোষরঞ্জন দাস, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক বিশ্বজিত মন্ডল, কথাবার্তা পত্রিকার প্রকাশক সাদিক ইকবাক, কথাশিল্পী রাজকুমার শেখ, কবি মোজাম্মেল সেখ, কবি আব্দুল বারী, কবি বিশ্বজিৎ মণ্ডল, কবি যোগেন্দ্রনাথ বিশ্বাস, কবি তথা গায়ক দেবাশিস বিশ্বাস, আনিকুল ইসলাম,ওবাইদুর রহমান এবং সাহিত্যপ্রেমী মানুষেরা। উপস্থিত সকলেই গান ও কবিতা আবৃতি করেন। সোঁদামাটির সম্পাদক দীননাথ মণ্ডল বলেন --- 'বর্ষা সংখ্যা কবিতা, ছড়া, ছোটগল্প, ভ্রমণ কাহিনী, একটি বাস্তব অভিজ্ঞতা, রম্যরচনার বিষয় নিয়ে মোট ৩৬ জনের লেখা প্রকাশিত হয়েছে। পশ্চিম বাংলার পাশাপাশি বাংলাদেশের অনেকে এই সংখ্যাতে লিখেছেন।' অনুষ্ঠান সঞ্চালনা করেন কবিরুল ইসলাম কঙ্ক। সান্ধ্যকালীন মনোজ্ঞ এই অনুষ্ঠান সবাই হৃদয় দিয়ে উপভোগ করেন।প্রসঙ্গত উল্লেখ্য পত্রিকার ওয়েব সংস্করণও প্রকাশ করা হয়েছে। www.sondamati.in এই ওয়েবসাইট থেকে পি.ডি.এফ কপি ডাউনলোড করা যাবে। উৎসাহীরা 'সোঁদামাটি' পত্রিকাটি অন্তর্জাল থেকে ডাউনলোড করে পড়তে পারেন।

No comments:

Post a Comment