শান্তনু দাস(পুরুলিয়া): "মাতৃদুগ্ধ পানে শিশু হবে স্বাস্থ্যবান,বয়ে আনবে দেশ ও জাতির কল্যাণ"......
সাড়া বিশ্ব জুড়ে ১-৭ আগস্ট পর্যন্ত পালিত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ আর তার সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে পুরুলিয়া জেলাতেও স্ব-সন্মানের সঙ্গে পালিত হল বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ।পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লকে যেমন কাশীপুর,হুড়া,চেলিয়ামা সহ মানবাজার এই চারটি 'বন্ধন হেলথে'র পরিচালনায় এই সচেতন শিবির পালন করা হল।
মূলত এরা পথসভা, সেমিনার এবং বাড়ি বাড়ি গিয়ে মায়েদের বুঝান যে, মায়ের দুধেই শিশুর আসল খাদ্য। এতে শিশু ও মায়ের দুজনেই সুস্থ থাকবে।
কাশীপুরের পথসভায় সামিল ছিলেন বন্ধন হেলথের এরিয়া কোডিনেটার ইনচার্জ দেবীকা দে তরফদার, সেরিতা খাতুন, মঙ্গলা আধিকারি, সুভদ্রা সিং পাতর, ঝুমা সাহা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশীপুর BDO, Jt.BDO, BMOH, ICDS CDPO, ANM Supervisor, Asha Workers, ICDS Workers, Bandhan Workers, LM & PM Mothers.....
এদের এই পথসভায় স্লোগান ছিলো
●"মায়ের বুকের দুধ শিশুর কেন্সার প্রতিরোধ করে....."।
●"শুধু পছন্দ নয়, এটি একটি সামাজিক দায়িত্ব......"।
●"এতে মা ও শিশুর সঙ্গে সঙ্গে সমাজও সুস্থ থাকে......"।
●"জন্মের পর পর মধু,চিনি,মিছরি নয় মায়ের শাল দুধেই একমাত্র উৎকৃষ্ট খাদ্য...."।
কাশীপুর বন্ধন এরিয়া কোডিনেটার ইনচার্জ দেবীকা দে তরফদার প্রতিটি মায়েদের উদ্দেশ্য বলেন, প্রতিটি মা যেন তাদের শিশুদের জন্মের পর কমপক্ষে ৬ মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়াবে। অন্য কোনো খাওয়াবেন না। মনে রাখবেন এইসময় কোনও শিশুকে কৌটার দুধ খাওয়ানোর জন্য যদি কোনোও চিকিৎসক ব্যবস্থাপত্র(প্রেসক্রিপশন) দিয়েছেন এমন অভিযোগ পাওয়া গেলে, ওই চিকিৎসকের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।তবে একেবারে মায়ের দুধ পাওয়া না গেলে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা যাবে।


No comments:
Post a Comment