শান্তনু দাস(পুরুলিয়া)- ১৭ জুলাই : "শীত-গ্রীষ্ম-বর্ষা, পুলিশ আপনার ভরসা" - পুরুলিয়া জেলা পুলিশের কণ্ঠে এই স্লোগান যে আক্ষরিক অর্থেই সত্যি তা আজ আর একবার পরিস্কার হয়ে গেল জঙ্গলমহলের কাছে।
নানান কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে থেকে পুরুলিয়া জেলা পুলিশ, জেলার প্রতিটি মানুষকে বারবার বোঝাতে চাইছেন পুলিশ তাদের বন্ধু।"জেলা পুলিশ সর্বদাই তাদের সঙ্গে,সর্বদাই তাদের পাশে"......।
এইতো কিছু দিন আগেই বেশ কিছু প্রকল্পের সুযোগ সুবিধা নিয়ে প্রতিটি দুঃস্থ মা-বোনদের ঘরের দুয়ারে দুয়ারে হাজির হয়েছিলেন খোদ জেলার পুলিশ সুপার রুপেশ কুমার। দুঃস্থ মা-বোনেরা এবার প্রশাসনের দুয়ারে নয়, খুদ পুলিশ সুপার এবার দুঃস্থ মা-বোনদের দুয়ারে গিয়ে বেশ কিছু প্রকল্প তুলে দিলেন তাদের হাতে।
জেলা পুলিশের সঙ্গে সঙ্গে এবার পুলিশ সুপারও সাধারণ মানুষের বন্ধু হতে এগিয়ে এলো। তবে তা শুধু শুধু নয়। রক্তের চাহিদা মেটানোর উদ্দেশ্যকে সামনে রেখেই পুলিশ সুপারের অফিসেই আজ স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করলেন জেলা পুলিশ। যার ফিতা কেটে শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গের উন্নয়ন পর্ষদের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী শান্তিরাম মাহাতো। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি সৃষ্টিধর মাহাতো, পুলিশ সুপার রুপেস কুমার সহ অন্যান্য আধিকারিকগনেরা।
সাধারণ মানুষের সঙ্গে পুলিশ সুপার নিজে রক্তদান করে বুঝিয়ে দিলেন পুলিশ তাদের বন্ধু, সর্বদায় তাদের পাশে এখন জেলা পুলিশ। এই মহৎ রক্তদান অনুষ্ঠানে রক্ত দিতে এগিয়ে আসে প্রায় ১৪০ জন মহিলা এবং পুরুষ পুলিশকর্মী। পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসাপাতালের বেশ কয়েকজন ডাক্তারদের উপস্থিতিতে এই রক্তদানের আয়োজন ছিল। পুরুলিয়া জেলা পুলিশ সুপার রুপেস কুমার বলেন - ' রক্তশূন্য পূরণের পাশাপাশি সাধারণ মানুষদের সঙ্গে পুলিশের একটা সমন্বয় গড়ে তুলতেই আজকের এই কর্মসূচি।'


No comments:
Post a Comment