09 May 2020

ভুল চিকিৎসার জন্য রোগীর মৃত্যু, চাঞ্চল্য বেলডাঙায়


ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ৯ মেঃ ভুল চিকিৎসার মাসুলে নিজের প্রাণ দিয়ে দিতে হল আসরাফোন বিবিকে(৬০)। মৃতের বাড়ি বেনাদহ। ঘটনাটি ঘটেছে বেলডাঙার ছাপাখানায়। শনিবার সকাল ৮টা নাগাদ আসরাফোন বিবি পেটের ব্যথা নিয়ে চিকিৎসা করতে আসেন ছাপাখানায় ডাঃ বিশ্বনাথ বিশ্বাসের কাছে। ডাক্তার বাবু রুগীকে দেখে সেলাইন, ইনজেকশন ও কিছু টেস্ট লিখে দেন। এরপর রুগীর পরিবার আসরাফোন বিবিকে ছাপাখানা রাজা মেডিসিনের দোকানে ইনজেকশন করানোর জন্য যায়। ইনজেকশন করার পরই রুগী মারা যায়।
পরিবারের লোকের অভিযোগ, ভুল ইনজেকশন করানোর জন্যই রুগী মারা গিয়েছে। রুগীর পরিবারের আরো অভিযোগ, মেডিসিনের দোকানি ডাক্তারের প্রেসকিপসন হারিয়ে দিয়েছে। ঘটনাস্থলে বেলডাঙা থানার পুলিশ এসে রাজা মেডিসিনের দোকান বন্ধ করে দেয় এবং দোকানের মালিককে আটক করে নিয়ে যায়।

No comments:

Post a Comment