ওয়েবডেস্ক, কথাবার্তা, সামিম, বেলডাঙা, ২৫ মেঃ বিশ্বব্যাপী ভয়াবহ মহামারি কোভিড-১৯ এর জেরে চলছে লকডাউন। এই লকডাউনে অসহায় শিক্ষার্থীদের কথা মাথায় রেখে দীর্ঘ কয়েক বছরের রীতি ভেঙে, ঐতিহ্যবাহী ইফতার মজলিশ এবারের মতো স্থগিত রাখল কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগ। তার পরিবর্তে আরবি-ফার্সি বিভাগ বিভাগের বর্তমান ও প্রাক্তনীদের নিকট হতে চাঁদা সংগ্রহ করে বিভাগীয় ১৪ জন দুঃস্থ ছাত্রছাত্রীদের ৪ হাজার টাকা করে বৃত্তি রূপে প্রদান করল। আরবি বিভাগের হয়ে উদ্যোগ নিয়েছে প্রাক্তনী আব্দুল ওহাব, আমিনুল ইসলাম প্রমূখ। বিগত বছরগুলিতে বিশ্ববিদ্যালয় চত্বরে জাঁকজমকপূর্ণ ভাবে প্রবিত্র রমজান মাসে ইফতার মজলিশের আয়োজন করে এসেছে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রাক্তনীদের সংগঠন ও পাঠরত ছাত্রছাত্রীরা (অ্যারাবিক অ্যালুমনাই অ্যাসোসিয়েশন)। তাদের ডাকে সাড়া দিয়ে অতীতে মজলিশে উপস্থিত হতে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে নিবন্ধ সকল কে। সব মিলিয়ে মজলিশ হয়ে ওঠে ছাত্র-শিক্ষক ও বর্তমান প্রাক্তনীদের এক মিলন মেলা।
এবারে দেখা গেল অন্য রুপ। দেশ জুড়ে লকডাউনের ফলে অর্থের অভাবে ভুগছেন বহু পরিবার। এহেন পরিস্থিতিতে অনেক পরিবার নূন্যতম সংসার চালানোর ক্ষমতাও হারিয়ে ফেলছে তারপরে ছেলেমেয়েদের পড়াশোনার খরচা। সেই দিকেই লক্ষ্য করে আরবি বিভাগীয় হটস্যাপ (WhatsApp) গ্রুপে চাঁদা সংগ্রহের প্রস্তাব করেন কয়েজন সদস্য। এবং একে বাস্তবায়ীত করেন বিভাগীয় প্রাক্তন প্রধান ডা: এম ইশারত আলি মোল্লা, তিনি এই সমস্ত কাজে উৎসাহ দিয়ে থাকেন সর্বদা। সমাজিক মাধ্যম ‘জুম’ এ কয়েকটি বিশেষ মিটিংয়ের আহ্বান জানান এবং সকলকে এই মহৎ কাজে যোগদানের আহ্বান জানান এবং উৎসাহিত করেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ছাত্রদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


No comments:
Post a Comment