05 April 2020

দুঃস্থদের পাশে এবার বেলডাঙার ডরম্যান্ট গার্ডেন পাবলিক স্কুল


ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ৫ এপ্রিলঃ শিক্ষার জাতীর মেরুদণ্ড - এই আদর্শ সামনে রেখেই পথ চলা শুরু হয়েছিল বেলডাঙা থানার সত্তরপুর গ্রামে ডরম্যান্ট গার্ডেন পাবলিক স্কুল বছর পাঁচেক আগে। কোভিড-19 ভাইরাসের প্রকোপে দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। যার ফলে বিপদে পড়েছে দিন আনা দিন খাওয়া মানুষরা। এবার এই রকম ২০৩টি পরিবারের পাশে দাঁড়াল ডরম্যান্ট গার্ডেন পাবলিক স্কুল। রবিবার স্কুলের প্রাঙ্গণ থেকে গ্রামের দুঃস্থ পরিবারের হাতে চাল, ডাল, আলু, মুড়ি ও সাবান তুলে দিল স্কুল কর্তৃপক্ষ। 
স্কুলের সম্পাদক আহাসান হাবিব (টফি দা) বলেন, 'গোটা বিশ্ব যখন কোন ভাইরাসে আক্রান্ত, কাজ কর্ম সব বন্ধ তখন খেটে খাওয়া শ্রমিক ও অভাবী মানুষদের কথা ভেবে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে কিছু সাধ্য মত কিছু ত্রাণ তাদের হাতে তুলে দিলাম। এই প্রতিষ্ঠানটি শিক্ষা প্রসারের পাশাপাশি যেকোনো সামাজিক দায়িত্ব পালনে বদ্ধপরিকর। তাই নৈতিক কারণে আমরা এই ত্রাণ নিজ উদ্যোগে তুলে দিলাম।'

No comments:

Post a Comment