03 April 2020

দেবকুন্ডে দুঃস্থ পরিবারের পাশে শিক্ষক ও যুবকেরা


ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ৩ এপ্রিলঃ লকডাউনে অনাহারে অনেক দুঃস্থ পরিবার। এবার তাদের পাশে দাড়ালো এলাকার কিছু শিক্ষক ও যুবক। ঘটনা বেলডাঙা থানার দেবকুন্ড এলাকার। তারা লকডাউনের প্রথম দিন থেকেই ওই সকল পরিবারের দায়িত্ব নিয়েছে। এখন পর্যন্ত প্রায় ৪২০ টি পরিবারের মুখে হাসি ফোটাতে পেরেছে তারা। ওই সকল পরিবারের হাতে নিয়মিত তুলে দেওয়া হচ্ছে চাল, আলু, ডাল, মুড়ি, তেল, পিয়াজ, লবণের প্যাকেট, সোয়াবিন প্যাকেট ও সাবান।


No comments:

Post a Comment