ওয়েবডেস্ক, কথাবার্তা, বহরমপুর, ৯ এপ্রিলঃ বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের উদ্যোগে এবং মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ও হেলথ ডিপার্টমেন্টের সাহায্যে বৃহস্পতিবার ব্যারাক স্কোয়ারে রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল। মহামারী ও লকডাউনের সময় সম্পূর্ণ সোশ্যাল ডিস্ট্যান্সকে মেনটেন করে এবং সরকারি নির্দেশিকা মেনে রক্তদান শিবির হয়। এদিন মোট ৩০ জন ফোরাম সৈনিকদের রক্ত দান করেন। এই দুঃসময়ে ২৪ ঘন্টা ডিউটি করার পরেও পুলিশ রক্তদান করছে। রক্তের অভাব কিছুটা পূরণ করার জন্য মুখ্যমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম স্বেচ্ছায় রক্তদান করার জন্য ফোরাম সৈনিকদের আহবান করে। সেই আহবানে সাড়া দিয়ে এদিন ৩০ জন সৈনিক রক্ত দান করেন।


No comments:
Post a Comment