ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২৫ এপ্রিলঃ সম্প্রীতির এ যেন এক অনন্য নজির। ধর্ম বিভেদ নয়, লকডাউনে আটকে পড়া হিন্দু দম্পতিকে নিজ বাড়িতে আশ্রয় দিল মুসলিম যুবক। মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার মির্জাপুর গ্রামের বাসিন্দা ফারুক আবদুল্লা(৩০)। পেশায় একজন ফেরিওয়ালা। লকডাউনে আটকে পড়া ভিন রাজ্যের এক মাঝ বয়সী হিন্দু দম্পতিকে নিজের বাড়িতে আশ্রয় দিল সে। আসামের ঘোলাঘাট জেলা ডেঢ়গাও গ্রামের বাসিন্দা মৌমিতা দাস ও তার স্বামী মিঠুন দাস লকডাউনের আগে কলকাতা এসেছিলেন ডাক্তার দেখাতে। হঠাৎ করে দেশ জুড়ে লকডাউন ঘোষণা হওয়ায় আটকে পড়েন তারা। ভিন রাজ্যের নিরুপায় দম্পতি দিশেহারা হয়ে তখন পূর্ব পরিচিত মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার ফারুক আবদুল্লাকে ফোন করে সাহায্যের জন্য।
ফারুক আবদুল্লা তাদের তার বাড়িতে আসতে বলে। তাদের জন্য নিজের বাড়িতেই আলাদা ঘরের সুবন্দোবস্তও করে দেয়। এবং তার সংসারে একসঙ্গে তাদেরও খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে সে। ফারুক আবদুল্লার সঙ্গে আসামের ওই হিন্দু দম্পতির পরিচয় ঘটে কর্মসূত্রে। ফারুক ৭ বছর ধরে ফেরি করতে যায় আসামে। সেখানেই ওই হিন্দু দম্পতির সঙ্গে ফারুকের পরিচয় ঘটে। ফারুক জানিয়েছে, 'যতদিন লকডাউন চলবে ওরা আমার বাড়িতে থাকবে। ওদের থাকা খাওয়ার কোন অসুবিধা হতে দেব না আমি। ওরা আমার অতিথি।'
![]() |
| ফারুক আবদুল্লা |
মৌমিতা দাস রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন, 'আসামের বাড়িতে আমার ছোট ছোট বাচ্ছা রয়েছে। তাদের দেখাশুনা করার কেউ নেই। তারা অনাহার দিন কাটাচ্ছে। স্বামী স্ত্রী দুজনের মধ্যে অন্তত একজনকে সরকার যদি সেখানে যাওয়ার বন্দোবস্ত করে দেয় আমরা উপকৃত হব।' ফারুকের এই সম্প্রীতির কাজে খুশি গ্রামবাসী।



No comments:
Post a Comment