27 January 2020

স্কুলের মধ্যে শিক্ষকদের পিকনিক ঘিরে উত্তেজনা রেজিনগরে


ওয়েবডেস্ক, কথাবার্তা, সেলিম, রেজিনগর, ২৭ জানুয়ারিঃ স্কুলের মধ্যে শিক্ষকদের পিকনিক ঘিরে উত্তেজনা ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে রেজিনগর থানার  দাদপুর হাই স্কুলে সোমবার দুপুরে। বিষয়টি এলাকায় জানাজানি হতেই প্রধান শিক্ষক ও স্কুল কমিটির সভাপতি ধামাচাপা দিতে ময়দানে নামেন বলে অভিযোগ। এদিন স্কুল বিল্ডিংয়ের ঘরেই চলছিল পিকনিক। ঘটনাটি এলাকায় জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। ক্ষুব্ধ স্কুলের ছাত্রছাত্রী থেকে এলাকাবাসী। নিন্দার ঝড় অভিভাবকদের মধ্যে। 

স্কুল কমিটির সভাপতি ওদুদ শেখ ও প্রধান শিক্ষক সুমির কুমার মনি স্কুলের মধ্যে শিক্ষকদের পিকনিক সমর্থন জানিয়েছেন। তারা দুজনেই দাবি করেছেন যে, আগামীকাল বিদ্যালয়ের বার্ষিক খেলাখূলার জন্যই শিক্ষকদের এই খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে রান্নার জন্য যে সরঞ্জাম ব্যবহার হয়েছে তা স্কুলের মিড ডে মিলের না বাইরে থেকে আনা হয়েছে কিনা সে বিষয়ে সাংবাদিক জানতে চাইলে অন ক্যামেরাই মুখ খুলতে চাননি তারা।

No comments:

Post a Comment