09 September 2019

নওদায় তৃণমূল পার্টি অফিসে খুন অঞ্চল সভাপতি


ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল ও ইনজামাম, বেলডাঙা, ৯ সেপ্টেম্বরঃ নওদায় তৃণমূল পার্টি অফিসে খুন হল অঞ্চল সভাপতি নিমাই মন্ডল। তিনি বালি-১  তৃণমূল অঞ্চল সভাপতি ছিলেন। তিনি গোঘাটা প্রাথমিকে বিদ্যালয়ে প্রধান শিক্ষক ছিল বলে জানা যায়। তার বাড়ি মুর্শিদাবাদের নওদা থানার টুঙ্গিতে।ঘটনাটি ঘটেছে সোমবার রাত সাড়ে ৮ টা নাগাদ  মুর্শিদাবাদের নওদা থানার টুঙ্গি লোকাল কার্যালয়ে কর্মীদেরকে নিয়ে আলোচনা করছিলেন কিছু দুষ্কৃতীরা বোম্বিং করে, তৃণমূল কার্যালয়ে ঢুকে নিমাই মণ্ডল কে এলোপাতাড়ি ভাবে গুলি করে, ঘটনাস্থলেই মৃত্যু হয় নিমাই মন্ডলের। পেশাই নিমাই মন্ডল প্রাইমারি স্কুল শিক্ষক, বালি-১ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি। ঘটনার খবর পেয়ে নওদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে।
ভিডিও দেখুন  

No comments:

Post a Comment