ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, দাবিরুল ও ইনজামাম, ২৩ আগস্টঃ পনের দাবিতে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগে অভিযুক্ত স্বামীকে গণপ্রহার। ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলডাঙা থানার দলুয়া গ্রামে। এদিন মৃতের ভাই মিনারুল সেখকে অভিযুক্ত স্বামী মারধর করতে গেলে এলাকাবাসী তাকে গণপ্রহার দেয়। পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিস্থিতি সামাল দেয়। উল্লেখ্য, গত বছরের ৩০ অক্টোবর পণের দাবিতে স্ত্রী-কে খুন করে গায়ে আগুন লাগানোর অভিযোগ উঠে স্বামী সেলিম সেখ সহ শ্বশুর মহিবুল সেখ, শাশুড়ি পরিস্কার বিবির বিরুদ্ধে। মৃত গৃহ বধূর নাম জোৎস্না বিবি ওরফে লালবানু (২৮)। বেলডাঙা থানার বেনাদহ গ্রামের জোৎস্না বিবির সঙ্গে পাশের এলাকা দলুয়া গ্রামের সেলিম সেখের সঙ্গে বিয়ে হয়েছিল। সে পেশায় শ্রমিক। মৃতের পরিবাবের অভিযোগ ছিল, স্বামী সেলিম বিয়ের পর থেকে পণের টাকার জন্য তার স্ত্রীকে চাপ দিত। জমি বিক্রি করে বাপের বাড়ি থেকে টাকাও নিয়ে আসে জোৎস্না বিবি। কিন্তু আবারও টাকার চাপ দিলে স্ত্রী তার প্রতিবাদ করলে স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে জোৎস্না বিবিকে মেরে ফেলে গায়ে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ মেয়ের পরিবারের। এই মর্মে তখন মেয়ের পরিবার থেকে থানায় অভিযোগও করা হয়েছিল।
ভিডিওটি দেখুন


No comments:
Post a Comment