28 August 2019

বেলডাঙায় সাতসকালে ঘটে যাওয়া জাতীয় সড়ক দুর্ঘটনায় হাসপাতালে মৃত্যু হল ইয়াসিনের


ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল ও ইনজামাম, বেলডাঙা, ২৮ আগস্টঃ বেলডাঙায় সাতসকালে ঘটে যাওয়া জাতীয় সড়ক দুর্ঘটনায় হাসপাতালে মৃত্যু হল ইয়াসিনের। বিয়ের ১০ দিনের মাথায় তার এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। তার সদ্য বিবাহিত স্ত্রী বরহমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার সকাল ৭ টা নাগাদ বেলডাঙা জাতীয় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্বামী-স্ত্রী সহ দম্পতি। আহত স্বামীর ইয়াসিন সেখ(২৪) ও তার স্ত্রীর  মনিয়ারা খাতুনকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে। স্বামীর বাড়ি হরিহরপাড়া থানার লালনগরে। সে বেলডাঙা থানার রতনপুরে শ্বশুর বাড়িতে অষ্টমঙ্গলা এসেছিল। এদিন মেয়ের মামার বাড়ি থেকে অষ্টমঙ্গলা করে শ্বশুড়বাড়ি যাচ্ছিল। ঝুনকা মোড়ে ৩৪ নং জাতীয় সড়কে ওঠার সময় একটি বেলডাঙা গামী লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় স্বামী ইয়াসিন সেখকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা জন্য পাঠায় সেখানেই মারা যায়। তার স্ত্রীকে বেলডাঙা হাসপাতালে নিয়ে গেলে স্রখান থেকে রেফার করা হয় বহরমপুর মেডিক্যাল হাসপাতালে।

No comments:

Post a Comment