07 August 2019

দীঘার সৈকতে বার্ষিক সম্মেলন বেলডাঙা-১ ব্রিক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের



ওয়েবডেস্ক, কথাবার্তা, মোঃ ইনজামাম হাবিব, দীঘা, ৬ আগস্টঃ বেলডাঙা-১ ব্লক ব্রিক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের ষষ্ঠ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল দীঘার সমুদ্র সৈকতে হোটেল ক্লাসিক ইন-এ মঙ্গলবার সন্ধ্যায়। এদিনের সম্মেলনে উঠে আসে ইটভাটা কেন্দ্রিক বিভিন্ন সমস্যার কথা। অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটাগুলি সরকারি নিয়ন্ত্রণে কিভাবে নিয়ে আনা যায়, এলাকার অগভীর জলাশয়গুলি থেকে উপযুক্ত দামে মাটি কিনে জলভর প্রকল্পকে সাহায্য করা, পরিবেশের দূষণ রোধে প্রতিটি ইটভাটাকে জিগজ্যাক টেকনোলজিতে (হাওয়াভাটা) রূপান্তরিত করা যায়, বৈধ কয়লা বৈধভাবে আনার জন্য সরকারকে সহযোগিতা করতে হবে, ইটভাটাগুলিকে শিল্পের মর্যাদা প্রদান করতে হবে, করপোরেট সংস্থার হাত থেকে ইটভাটাগুলিকে রক্ষা করতে হবে ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।

আগামীদিনে সেই সমস্যাগুলি কিভাবে সমাধান করা হবে তা আলোচনা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার ব্রিক ফিল্ড অ্যাসোসিয়েশনের সেক্রেটারি বিষ্ণুপদ দাস, জেলার প্রাক্তন সহ-সভাপতি সেলিম রেজা, বেলডাঙা-১ ব্লক ব্রিক ফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল বাসার ও সেক্রেটারি জানা জিনারুল হক সহ সমস্ত ইট ভাটার মালিকরা। উল্লেখ্য, বেলডাঙা-১ ব্লকের মোট ৩৮টি ইট ভাটার প্রতিনিধিরা বাসে করে ৫ তারিখের সকালে দীঘার সমুদ্র সৈকতে পৌঁছান। এই সম্মেলনে পাশাপাশি তিনদিনের একটা ট্যুরের ব্যবস্থা করা হয়। 






No comments:

Post a Comment