08 July 2019

অপহৃত যুবককে উদ্ধার করল নবগ্রাম থানার পুলিশ


ওয়েবডেস্ক, কথাবার্তা, ইনজামাম, বেলডাঙা, ৮ জুলাইঃ অপহৃত যুবককে উদ্ধার করল নবগ্রাম থানার পুলিশ। ২ জুলাই সন্ধ্যে সাড়ে ৮ টা নাগাদ হিরণ সেখ কোলকাতা থেকে আগত ফাস্ট প্যাসেঞ্জার ট্রেনে বহরমপুরে রেলস্টেশনে নেমে পলসন্ডা যাওয়ার পথেই তাকে অপহরণ করে একদল দুষ্কৃতি। তারপারেই হিরণ সেখের বাবা নির্লম সেখকে ফোন করে তারা ছেলের মুক্তিপণ হিসাবে ৫ লক্ষ ৬৩ হাজার টাকা দাবি করে। এরপর নির্লম শেখ পুলিশের দ্বারস্থ হয়। নবগ্রাম থানার পুলিশের তদন্ত শুরু করে। অবশেষে মালদার বৈষ্ণবনগর এলাকা থেকে সোমবার পুলিশ হিরণকে উদ্ধার করে নিয়ে আসে।

No comments:

Post a Comment