25 July 2019

বেলডাঙা ব্লক প্রশাসনের উদ্যোগে পালিত হল রক্তদান শিবির



ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল, বেলডাঙা, ২৫ জুলাইঃ    বেলডাঙায় ব্লক প্রশাসনের উদ্যোগে পালিত হল রক্তদান শিবির। বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ বেলডাঙা-১ ব্লক  প্রাঙ্গণে এই শিবিরের আয়োজন করা হয়।  শুরুতেই বেলডাঙ-১ বিডিও  বিরূপাক্ষ মিত্র ও পঞ্চায়েত সমিতির সভপতি নজরুল ইসলাম  রক্ত দিয়ে প্রেরণা জোগায়  আগত রক্তদাতাদের। এবারে শিবিরে শতাধিক রক্তদাতা এসেছে বলে জানায় বিডিও বিরূপাক্ষ মিত্র। এই শিবিরে উপস্থিত ছিল বেলডাঙা-১ বিডিও বিরুপাক্ষ মিত্র,  পঞ্চায়েত সমিতির সভাপতি নজরুল ইসলাম সহ বিশিষ্টরা।


No comments:

Post a Comment