ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল, বেলডাঙা, ৫ এপ্রিলঃ বেলডাঙায় গাঁজা সহ আটক এক পাচারকারী। সাড়ে ছয় কিলো গাঁজা সহ আটক করে তাকে। পাচারকারীর নাম সজল সরকার(২৬)। শুক্রবার বেলা ১২ টা নাগাদ সারগাছি পুলিশ ফাঁড়ির সামনে ৩৪ নং জাতীয় সড়কের ওপর একটি সরকারি বাসে নাকা চেকিংয়ের সময় এসএসটি টিম ও পুলিশ গাঁজাসহ আটক করে ওই পাচারকারীকে। পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, সে মালদা থেকে বাসে করে গাঁজা কিনে বাড়ির দিকে ফিরছিল। পুলিশ ঘটনাস্থলে গাঁজা বাজেয়াপ্ত করে আটক করে পাচারকারী কে।


No comments:
Post a Comment