02 March 2019

প্রতিবন্ধীদের ভোটমুখি করে তুলতে অভিনব উদ্যোগ নিলেন বেলডাঙার বিডিও



ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল ও ইনজামাম, বেলডাঙা, ২ মার্চঃ বেলডাঙায় প্রতিবন্ধীদের ভোটমুখি করে তুলতে অভিনব উদ্যোগ বেলডাঙা-১ বিডিও বিরুপাক্ষ মিত্রের। তাদের VVPAT এর মাধ্যমে ভোট দেওয়ার বিশেষ প্রশিক্ষণ দিলেন বিডিও বিরুপাক্ষ মিত্র। শনিবার সকাল ১১ টা নাগাদ বেলডাঙা-১ ব্লক অফিস প্রাঙ্গনে এই কর্মসূচির আয়োজন করা হয়।


 এদিন ব্লকের প্রায় ৩৫০ জন প্রতিবন্ধীকে এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রতিবন্ধীদের গনতন্ত্রের অংশীদার হতে ও তাদের ভোটদানে উৎসাহিত করে তুলতে এই কর্মসূচি। ব্লক সূত্রে খবর, ব্লকের অনেক প্রতিবন্ধী থাকার সত্ত্বেও তারা ভোট দিতে আসে না। যাতে তারা এবার  EVM মেশিনে VVPAT দ্বারা সহজে  ভোট দিতে পারে তার জন্য এই কর্মসূচি।

No comments:

Post a Comment