ওয়েবডেস্ক, কথাবার্তা, দাবিরুল, বেলডাঙা, ২০ মার্চঃ বেলডাঙায় ভয়াবহ আগুনের হাত থেকে নিস্তার পেল মাধবপুকুর। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর ১ টা নাগাদ বেলডাঙা থানার মাধবপুকুর এলাকায়। সূত্রের খবর, এদিন হঠাৎ করে দুপুর নাগাদ সাধন মন্ডল, খোকন মন্ডল ও অশোক মন্ডলের বাড়ির ছাদে খড়ের গাদায় ও কুড়ো ঘরে আগুন লেগে যায়। কৃষি প্রধান এলাকায় প্রতেকের বাড়ির ছাদের ওপর খরের গাদা থাকায় আতঙ্ক ছড়িয়ে পরে এলাকায়। খবর দেওয়া হয় দমকল বাহিনী কে। কিন্তু তারা আসার আগেই স্থানীয়দের তৎপরতায় আগুন আয়ত্তে চলে আসে। নিস্তার পায় মাধবপুকুর।


No comments:
Post a Comment