ওয়েবডেস্ক, কথাবার্তা, ২৬ জানুয়ারিঃ সন্ধ্যা ঘনিয়ে রাত্রি। তখন ঘড়িতে রাত ৯ টা। আকাশে উড়ছে জাতীয় পতকা। শনিবার প্রজাতন্ত্র দিবসের দিনে এই দৃশ্যটি দেখা গেল বেলডাঙা নেতাজি পার্কের গ্রামীন মেলার মধ্যে। নেতাজি জন্মোৎসব উপলক্ষে প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীন মেলা বসে নেতাজি পার্ক প্রাঙ্গনে। চলতি বছরেও সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা শুরু হয়েছে ২৩ জানুয়ারি। চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত।
শনিবার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করেন নেতাজী পার্কের কর্তৃপক্ষ। পতাকা উত্তোলন করলেও সন্ধ্যার পর পতাকা নামানোর কোনও তোরজোড় দেখা গেল না। এ যেন পতকা উত্তোলন করে দায়িত্ব শেষ। চারিদিকে অন্ধকার ঘনিয়ে আসলেও হুশ নেই কর্তৃপক্ষের। প্রকাশ্যে জনসমাবেশের মধ্যেই উড়ছে জাতীয় পতাকা। সাধারণত সন্ধ্যার আগেই জাতীয় পতাকা নামিয়ে রাখতে হয়। সেই নিয়মের তোয়াক্কাই করল না পার্ক কর্তৃপক্ষ। এটা জাতীয় পতাকার অবমাননা বলে মনে করেছেন বেলডাঙার বিশিষ্টজনেরা।



No comments:
Post a Comment