ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২ নভেম্বরঃ প্রকাশিত হল শিশু পাঠ্যের উপর তিনটে গুরুত্বপূর্ণ বই। 'My English World', 'Easy way to learn English' ও 'ছবি ও ছন্দে বর্ণ পরিচয়'। বইগুলি সম্পূর্ণ রঙিন ও ছবি যুক্ত। বইগুলি লিখেছেন বেলডাঙ্গা দারুল হাদিস সিনিয়ার মাদ্রাসার সুপারিনটেনডেন্ট ও মুর্শিদাবাদের জেলার শিক্ষারত্ন ও রাস্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক মোঃ নুরুল ইসলাম মিয়া। 'My English World' বইটি প্রকাশ করেন পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সভাপতি ড. আবু তাহের কামরুদ্দিন।
'Easy way to learn English' বইটির পথ চলা শুরু হয় শ্রীমতী পূরবী বিশ্বাস দে, মুর্শিদাবাদ জেলা বিদ্যালয় পরিদর্শকের (মাধ্যমিক) হাত দিয়ে। উপস্থিত ছিলেন সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল (উঃ মাঃ) বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী সুদীপ্ত কুমার চক্রবর্তী ও বেলডাঙ্গা দারুল হাদিস সিনিয়ার মাদ্রাসার অ্যাডমিনিস্ট্রেটর, সহকারী বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) খন্দকার আসরাফুল সামিম সাহেব।
'ছবি ও ছন্দে বর্ণ পরিচয়' বইটি প্রকাশ করেন শ্রী শুভ্রাংশু মণ্ডল, ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। লেখক মোঃ নুরুল ইসলাম মিয়া বলেন, 'বইগুলি শিশুদের উপকারে এলে আমার পরিশ্রম সার্থক হবে। আর যাঁদের আন্তরিকতায় ও হাতের ছোঁয়ায় বইগুলির আত্মপ্রকাশ ঘটেছে তাঁদের কাছে আমি চির কৃতজ্ঞ।'




No comments:
Post a Comment