ওয়েবডেস্ক, কথাবার্তা, মহঃ ইনজামাম হাবিব, বেলডাঙা, ২২ নভেম্বর: বেলডাঙায় গৃহবধু খুনের অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বেলডাঙা থানার বিশুরপুকুর গ্রামে। মৃতের নাম মিনতি মন্ডল (২২)। মৃতের স্বামী রাজেশ মন্ডল পেশায় শ্রমিক। তাদের ২ বছরের একটি সন্তান আছে বলে জানা যায়।
মৃতের বাবা অর্পণ সাহা জানান, 'আমার মেয়ে বেশ কয়েকদিন থেকে চাপা কষ্টে থাকতো স্বামীর বাড়িতে। জিজ্ঞেস করলে আমাদের কিছুই বলতো না। এদিন প্রতিবেশীর মুখে জানতে পারি আমার মেয়েকে বাড়ির লোকজন মেরে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখে বাড়ির সকলে পালিয়ে গেছে। আমরা জামাই, শ্বশুর, শাশুড়ি ও মেয়ের ননদ-এর নামে থানায় অভিযোগ করেছি।' পুলিশ বিষয়টির তদন্তে নেমেছে। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।



No comments:
Post a Comment