19 November 2018

শক্তিপুরে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে



ওয়েবডেস্ক, কথাবার্তা, শক্তিপুর, ১৯ নভেম্বরঃ শক্তিপুরে গৃহবধূকে পুড়িয়ে মারার অভিযোগ শ্বশুর বাড়ির বিরুদ্ধে। মৃতের নাম মোমো হালদার(৩০)। অভিযোগ মৃতের শ্বশুর-শাশুড়ি ও স্বামীর বিরুদ্ধে। অভিযুক্তরা পলাতক। জানা যায়, ১২ বছর আগে মোমো হালদারের সঙ্গে পেশায় ঠিকাদার সাক্ষ্মীগোপাল হালদারের বিয়ে হয়। বর্তমানে তাদের দুটি সন্তান। বিয়ের পর থেকেই স্বামী সঙ্গে তার বৌদির পরকীয়া সম্পর্ক সন্দেহে বচসা বাধত।


 মৃতের পরিবারের অভিযোগ, গত মঙ্গলবার সেই রনে মোমো হালদার গায়ে আগুন লাগিয়ে দেয় তার স্বামী সাক্ষীগোপাল হালদার, শ্বশুর তুষার হালদার ও শাশুড়ি।  স্থানীয়রা তাকে উদ্ধার করে বহরমপুর মেডিকাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে শনিবার মোমো হালদারেরর মৃত্য হয়। স্বামীর পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যাওয়ায়, রবিবার সন্ধ্যা নাগাদ স্থানীয়রা মোমোর মৃত দেহ  এলাকায় নিয়ে আসে। সোমবার শক্তিপুর থানায় অভিযোগ হয়।

No comments:

Post a Comment