20 November 2018

মির্জাপুর-২ অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা



ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২০ নভেম্বরঃ বেলডাঙা চক্রের অন্তর্গত মির্জাপুর ২ নং অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের ৪০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল মির্জাপুর শীতলপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার। মির্জাপুর ২ নং অঞ্চলের মোট ৬ টি প্রাথমিক বিদ্যালয় অংশ নেয়। 


২৮ টি এভেন্টে ক, খ, গ তিনটে বিভাগে মোট ১৩০ জন প্রতিযোগী এদিনের খেলায় অংশ গ্রহন করে। ক বিভাগে ৭৫ মিটার দৌড়, দীর্ঘ লম্ফন, আলু দৌড়, খ বিভাগে ১০০ ও ২০০ মিটার দৌড়, দীর্ঘ লম্ফন, উচ্চ লম্ফন, জিমন্যাস্টিকস, গ বিভাগে ১০০ ও ২০০ মিটার দৌড়, দীর্ঘ লম্ফন, উচ্চ লম্ফন, জিমন্যাস্টিকস ও হাঁড়িভাঙা খেলা ছিল এদিনের বিশেষ আকর্ষণ। স্বতস্ফূর্তভাবে কচিকাচা ছাত্রছাত্রীরা খেলায় অংশ গ্রহন করে। 

মাঠে উপস্থিত ছিলেন মির্জাপুর-২ গ্রামপঞ্চায়েতের প্রধান মোঃ আব্দুল বাসির ও নির্মাণ সহায়ক অভিজিৎ মণ্ডল, মির্জাপুর জুনিয়ার বেসিক স্কুলের প্রাক্তন শিক্ষক মোঃ নাসার হোসেন, মির্জাপুর শীতলপাড়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক সাহাবুদ্দিন মুন্সি, ছাত্রছাত্রীদের অভিভাবক ও সমস্ত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এদিনের প্রথম স্থানাধিকারীরা আগামী ২২ নভেম্বর চক্র স্তরে বেলডাঙা প্রেট্রোল পাম্পের মাঠে খেলবে।  





No comments:

Post a Comment