30 October 2018

দুটি লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু ১, গুরুত্বর আহত ১ জন বেলডাঙায়



ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ৩০ অক্টোবরঃ বেলডাঙায় দুটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ১ ও গুরুত্বর আহত ১ জন। ঘটনায় জাতীয় সড়ক অবরোধ থাকে প্রায় দুই ঘন্টা। পুলিশ প্রথম দিকে না আসলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পরে তারা। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহত ব্যক্তিদের উদ্ধার করে বহরমপুর মেডিকাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।




দুই লরি চালকের মধ্যে একজনের নাম  লালচাঁদ সেখ, বাড়ি ঝাড়খন্ডের পাকুর থানার রাজনগর গ্রামে ও অন্য জনের নাম জানা যায়নি। কিছুক্ষণ পরে  হাসপাতালে মৃত্যু ঘটে নাম অজানা লরি চালকের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোর চারটে নাগাদ বেলডাঙা পেট্রোল পাম্প সংলগ্ন ৩৪ নং জাতীয় সড়কে।

ভিডিও 


No comments:

Post a Comment