07 September 2018

ভৈরব নদীর নৌকা ডুবিতে নিখোঁজ যাত্রীদের খোঁজে তল্লাশি চলছে



ওয়েবডেস্ক, কথাবার্তা, ডোমকল, ৭ সেপ্টেম্বর : ভৈরব নদীতে নৌকা ডুবিতে  নিখোঁজ তিন ব্যক্তির খোঁজে এখনও তল্লাশি চলছে। নিখোঁজ তিনজনের মধ্যে দুটি বাচ্চা ও একটি মহিলা আছে। বাকিদের উদ্ধার করা হয়েছে। গত কাল সন্ধ্যার ৭ টার সময় একটি যাত্রী বোঝাই নৌকা ডুবে যায় ভৈরব নদীতে। 

ঘটনাটি ঘটেছে ডোমকলের মধ্য গরিবপুর ফেরি ঘাটে। নৌকায় প্রায় ৭০ থেকে ৮০ জন যাত্রী ছিল। খবর পেয়ে ছুটে আসে স্থানীয় লোকজন ও পুলিশ প্রশাসন। তারা উদ্ধার কার্য শুরু করেন। প্রশাসন সূত্রে জানা যায়, নিখোঁজ তিনজন ছাড়া বাকিদের জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। ডুবে যাওয়া নৌকাটিও উদ্ধার করা হয়েছে নদী থেকে।


No comments:

Post a Comment