ওয়েবডেস্ক, কথাবার্তা, রেজিনগর, ২০ সেপ্টেম্বর : রেজিনগরে বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত ১ ভাই ও আহত আরও দুই ভাইবোন। মৃতের নাম জাহিরুল হক(২৪), আহতদের নাম হাকিম সেখ(২০), রাবিয়া খাতুন (১৪)। সকলের বাড়ি বেলডাঙা থানার কাপাসডাঙা গ্রামে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৯:৩০ নাগাদ রেজিনগর থানার দাদপুর মোড় সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে।
জানা যায়, এদিন রেজিনগর থানার বিকননগরে নিজেদের আত্মীয় সম্পর্কে 'নানি' এর শবদেহ দেখতে যাচ্ছিল। এদিন বেলডাঙাগামী একটি লরির সঙ্গে রেজিনগরগামী একটি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যায় এক বাইক আরোহী ভাই ও গুরুতর আহত হয় বোন রাবিয়া ও ভাই হাকিম। তাদের গুরুত্বর আহত আবস্থায় স্থানীয়রা বহরমপুর মেডিকাল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ ঘাতক লরি সহ চালককে আটক করেছে।


No comments:
Post a Comment