16 August 2018

ট্রেন থামানোর আর্জি নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ রেজিনগরের শিক্ষক


ওয়েবডেস্ক, কথাবার্তা, রেজিনগর, ১৬ আগস্ট: স্টেশনের আউটে সিগন্যাল সমস্যায় প্রায়ই ট্রেনটা দাঁড়িয়ে যায়! কখনও দশ মিনিট, কোন দিন আবার পনেরো মিনিট এভাবে যাত্রী সাধারনের মূল্যবান সময় নষ্ট হয়; কিন্তু, স্টেশনের প্ল্যাটফরমে ৩০ সেকেন্ডের স্টপেজের জন্য বেশ কয়েক বছর যাবৎ আবেদন-নিবেদন করেও রেল দপ্তরের সাড়া পাননি ভূক্তভোগী যাত্রীগণ।
 ট্রেনটির নাম হাজারদুয়ারি এক্সপ্রেস(ট্রেন নং১৩১১৩/১৩১১৪); আর, যে স্টেশনে স্টপেজের জন্য প্রায় দুই শত গ্রামের হাজার হাজার গ্রামবাসী ও নিত্যযাত্রীবৃন্দ  দাবি জানাচ্ছেন, সেটা পূর্ব রেলওয়ের শিয়ালদহ-লালগোলা শাখার রেজিনগর রেলস্টেশন।



  এই রেলস্টেশনের অতি সন্নিকটে রেজিনগর শিল্পতালুক। ঢিলছোড়া দূরত্বে পর্যটন ক্ষেত্র "মীরমদনের সমাধি" ও সুফি সাধক "ফরিদ শাহর মাজার"। যা, ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ দপ্তর কর্তৃক অধিগৃহীত। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লার বিশ্বস্ত সেনাপতি বীর শহিদ  মীরমদনের সমাধি দর্শনে দেশ-বিদেশ থেকে আগত ইতিহাসপ্রেমি পর্যটকগণ ১৫ কিলোমিটার রাস্তা উজিয়ে বেলডাঙ্গা ঘুরে আসতে বাধ্য হন। অথচ, রেজিনগরে হাজারদুয়ারি এক্সপ্রেস দাঁড়ালে মাত্র দেড় কিলোমিটার হাঁটাপথেই ইতিহাসপ্রসিদ্ধ স্থানটিতে পর্যটকগণ পৌঁছে যেতে পারেন। হাজারদুয়ারি এক্সপ্রেস মূলত ঐতিহাসিকভাবে বিখ্যাত মুর্শিদাবাদ জেলা ভ্রমণে ইচ্ছুক যাত্রীদের কথা ভেবেই চালু করা হয়েছিল। এ জেলায় প্রবেশের মুখে ঐতিহাসিক ও ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ রেলস্টেশনে ট্রেনটির স্টপেজ না থাকায় এলাকার নাগরিকগণ খুবই আশ্চর্যান্বিত হয়েছিলেন।

মীর মদন ও ফরিদ শাহের সমাধি

     রেজিনগর রেলওয়েস্টেশনে হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেনের স্টপেজের বিষয়ে দীর্ঘদিন থেকে দাবিদাওয়া ও আবেদন-নিবেদনে নেতৃত্ব দিচ্ছেন স্থানীয় বিশিষ্ট শিক্ষক ও সমাজকর্মী সাবির চাঁদ। তিনি এ প্রসঙ্গে জানালেন-"হাজারদুয়ারি এক্সপ্রেস ট্রেনটি চালু হওয়ার  সূচনালগ্ন  থেকেই রেজিনগরে স্টপেজ দেওয়ার দাবিতে একাধিকবার মাননীয় রেলমন্ত্রী, ডিআরএম সাহেব ও রেলওয়ে স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানকে আবেদন জানানো হয়েছে। কিন্তু, কাজের কাজ কিছুই হয়নি। এবার আমরা দেশের মাননীয় প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছি।" উল্লেখ্য, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ইতিমধ্যে আবেদনের প্রাপ্তিস্বীকারপত্র চলে এসেছে, যার রেজিস্ট্রেশন নং PMOPG/E/2018/0383659। হাজারদুয়ারি এক্সপ্রেস থামার বিষয়ে এটাতেই এখন কিঞ্চিৎ আশার আলো দেখছেন রেজিনগরবাসী।

প্রধান মন্ত্রীর নিকট আবেদন পত্র



No comments:

Post a Comment