ওয়েবডেস্ক, কথাবার্তা, রেজিনগর, ১৪ আগস্ট: রেজিনগরে জাতীয় সড়ক দুর্ঘটনায় মৃত ৩ জন। ঘটনাটি ঘটেছে রাত সাড়ে ১২ টা নাগাদ রেজিনগর থানার তকিপুর দাদপুর প্রেট্রোল পাম্পের সামনে ৩৪ নং জাতীয় সড়কে। মৃতদের নাম ভ্রমর ঘোষ(৩৮), বাবুসোনা ঘোষ(২৬), পল্টু প্রামানিক(২৫)। তাদের বাড়ি দাদপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এদিন পাড়ায় শিবপূজার প্রসাদ দিতে রাত ১২ টা নাগাদ রেজিনগর এসেছিল। প্রসাদ বিতরণ করে বাইকে চড়ে বাড়ি ফেরার পথে জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় দুই জনের। অন্যজনকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকেররা তাকে মৃত ঘোষনা করে। ঘাতক গাড়ি সহ চালক পলাতক।


No comments:
Post a Comment