01 August 2018

স্বামীর অবৈধ সম্পর্ক, প্রতিবাদী স্ত্রী খুন স্বামীর হাতে দৌলতাবাদে


ওয়েবডেস্ক, কথাবার্তা, দৌলতাবাদ, ১ আগস্টঃ স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় স্বামীর হাতে খুন হল স্ত্রী মুর্শিদা বিবি (২৮)। ঘটনাটি ঘটেছে দৌলতাবাদের বেনদাসপুর এলাকায়। বুধবার দুপুরে নিজের ঘরে স্ত্রীকে ব্যাপক মারধর করে ঘরেই ফ্যানে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ স্বামী হাবিবুলের বিরুদ্ধে। 


ঘটনার পর থেকেই পলাতক স্বামী, শ্বশুর-শাশুড়ি। মুর্শিদার ছেলে ও মেয়ে প্রতিবেশীদের খবর দিলে মৃত দেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়। দৌলতাবাদ থানা পুলিশ মৃত দেহটি ময়না তদন্তের উদ্দেশ্যে পাঠান।


No comments:

Post a Comment