17 July 2018

রেজিনগর শিল্পতালুকেই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় গড়ে উঠুক, চাই এলাকাবাসী


ওয়েবডেস্ক, কথাবার্তা, রেজিনগর, ১৭ জুলাইঃ রেজিনগর শিল্পতালুক। এলাকাবাসীর একবুক আশা ছিল, শিল্প হবে। হয়নি। এবার আবার স্বপ্ন দেখার শুরু। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের জমি প্রস্তাবিত করা হয়েছে রেজিনগর শিল্পতালুকে।
১৪ জুলাই সরকারি পর্যায়ে পরিদর্শন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পরিদর্শনে এসেছিলেন অধ্যাপক ড.শুভশংকর সরকার, উপাচার্য নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এবং উচ্চ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব শ্রী ড.শিলাদিত্য বসু রায়। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় রেজিনগরের বিধায়ক জনাব রবিউল আলম চৌধুরি মহাশয়, বেলডাঙ্গ-২ ব্লকের বিডিও শ্রী সমীর রঞ্জন মান্না, বিএলআরও কেয়া সরকার, সমাজসেবী ও শিক্ষক সাবির চাঁদ প্রমুখ ব্যক্তিবর্গ।

পরিদর্শকরা কথা বলছেন এলাকাবাসীদের সঙ্গে 

এছাড়া এলাকার শিক্ষক, বুদ্ধিজীবী ও কয়েকশত শিক্ষানুরাগী গ্রামবাসী। সকলেই চাইছেন রেজিনগর শিল্পতালুকে বিশ্ববিদ্যালয় গড়ে উঠুক। পরিদর্শন শেষে মাননীয় অধ্যাপক ড.শুভ শংকর সরকার মহাশয়ের প্রতিক্রিয়া-তাঁরা স্থানটির যোগাযোগ, জমির তাৎপর্য সবিস্তার দেখলেন, এবিষয়ে তাঁদের মতামত উচ্চ শিক্ষা দপ্তরে রিপোর্ট আকারে জমা দেবেন।
রেজিনগর শিল্পতালুকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার যৌক্তিকতা বিষয়ে শিক্ষক সাবির চাঁদ গ্রামবাসীদের পক্ষ থেকে একটি আবেদন পত্র বিধায়ক রবিউল আলম চৌধুরি ও বিডিও সাহেবের মাধ্যমে পরিদর্শক মহাশয়দের হাতে তুলে দেন।

শিল্পতালুকে বৈঠক

শিক্ষক সাবির চাঁদ রেজিনগর শিল্পতালুকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে ধারাবাহিক লেখালেখি চালাচ্ছেন।বিভিন্ন সংবাদপত্রের পাশাপাশি মাননীয়া মুখ্যমন্ত্রী মহাদয়ার কাছেও তিনি আবেদনপত্র পাঠিয়েছেন। শিক্ষক সাবির চাঁদের মন্তব্য-"রেজিনগর শিল্পতালুকের জমি সর্ববিধ পরিকাঠামো যুক্ত জায়গা। ইতিমধ্যে, বোলপুর শিল্পতালুকে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছে। এবার আমরা রেজিনগর শিল্পতালুকে বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখা শুরু করেছি।আজকের জমি পরিদর্শন সেই স্বপ্ন বাস্তবায়নের প্রথম ধাপ বলে মনে হচ্ছে। উচ্চ শিক্ষা দপ্তরের কাছে করজোড়ে আর্জি, সর্ববিধ পরিকাঠামো যুক্ত রেজিনগর শিল্পতালুকেই মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় গড়ে উঠুক।" উল্লেখ্য এদিন রেজিনগর ছাড়াও বহরমপুর ও লালবাগের আরও দুটি জায়গা পরিদর্শন করেন। 

শিল্পতালুকের সুবিশাল উদ্যান




No comments:

Post a Comment