ওয়েবডেস্ক, কথাবার্তা, বহরমপুর, ২৬ জুলাইঃ রেলস্টেশন চত্ত্বরে মানসিক ভারসাম্যহীন এক মধ্যবয়স্ক মহিলার সন্তান প্রসবকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি ঘটেছে বুধবার সন্ধ্যা ৭ টা ২০ মিনিট নাগাদ বহরমপুর কোর্ট রেলস্টেশনে। এদিন বহরমপুর স্টেশনে আপ শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার ট্রেন ১ ঘন্টা দাঁড় করিয়ে ট্রেনের মধ্যেই বাচ্চা প্রসব করানো হয়। তারপরেই ট্রেনটি রওনা দেয় লালগোলার উদ্দেশ্যে। ট্রেনের যাত্রীরা ১০২ নং ফোন করলে এম্বুলেন্স আসে। GRPF এর সহযোগিতায় এম্বুলেন্সে করে মহিলাকে মেডিক্যাল কলেজের পাঠানো হয়। স্টেশন সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন এই মহিলার নির্দিষ্ট কোন পরিচয় নেই। সে বিভিন্ন স্টেশনে ঘুরে বেড়ায়। তার আরও একটি ৫ বছরের বাচ্চা রয়েছে বলে জানা যায়। মহিলা মানসিক ভারসাম্যহীন হওয়ায় আগের সন্তানের মত এই সন্তানেরও পিতার নাম জানা যায়নি। সে বহরমপুর মেডিকাল কলেজে চিকিৎসাধীন।


No comments:
Post a Comment