12 June 2018

তাজমুলের খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রেজিনগর থানা ঘেরাও


ওয়েবডেস্ক, কথাবার্তা, রেজিনগর, ১২ জুন : তাজমুলের মীরের খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে রেজিনগর থানা ঘেরাও করল এলাকাবাসীরা মঙ্গলবার। 
উল্লেখ্য,৭ জুন রেজিনগরে ধারালো অস্ত্র দিয়ে তাজমুলকে খুন করা হয়। অভিযোগ বন্ধুদের বিরুদ্ধে। মৃত যুবকের নাম তাজমুল মীর (২০)। পেশায় ফল বিক্রেতা। ঘটনাটি ঘটে আসে গত বৃহস্পতিবার ভোর রাতে রেজিনগর থানার তেঘরি নাজিরপুর এলাকায়।


মৃতের পরিবার সূত্রে খবর, গত বুধবার রাত ৯ টা নাগাদ তাজমুলের কয়েকজন বন্ধু ফোন করে তাকে ডাকে। বন্ধুদের ফোনে সারা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের কাছে থেকে তাজমুলের খুনের খবর পায় পরিবারের লোকজন। তারা পুলিশকে খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। এলাকার মানুষ ক্ষোভে ফুঁসতে থাকে খুনিদের গ্রেপ্তারের জন্য। আজ  এলাকার লোকজন এসে রেজিনগর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় তাজমুলের খুনিদের গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির দাবিতে। 


No comments:

Post a Comment