18 June 2018

বেলডাঙায় ট্রেন থেকে পড়ে মৃত এক স্কুল ছাত্র


ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ১৮ জুন : বেলডাঙায় ট্রেন থেকে পড়ে মারা গেল এক স্কুল ছাত্র। নাম আসফাউল সেখ (১৩)। পিতার নাম আলেফ সেখ। বাড়ি বেলডাঙার সরুলিয়া গ্রামে। সে হরেকনগর এ এম ইনস্টিউটিশনে পড়ত। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর ২ টো নাগাদ। এদিন আসফাউল বন্ধুদের সঙ্গে ঈদ উপলক্ষে  ঘুরতে যাচ্ছিল হাজারদুয়ারী। বেলডাঙা স্টেশনে ট্রেনে চেপে সে গেটের কাছে দাঁড়ায়, কিন্তু ট্রেন চলতে শুরু করলে অসতর্কবশত ট্রেন থেকে পড়ে যায় বলে জানা গেছে। স্থানীয়রা দুর্ঘটনা স্থল তাকে বেলডাঙা ব্লক হাসপাতলে নিয়ে গেলে সেখান থেকে বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করে হয়। বহরমপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। 

No comments:

Post a Comment