ওয়েবডেস্ক, কথাবার্তা, বেলডাঙা, ২৪ এপ্রিল : বেলডাঙা সহ সারা রাজ্যে সাংবাদিক নিগ্রহের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিলে করলেন সাংবাদিক সহ বেলডাঙার সুধী নাগরিকবৃন্দ। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বকে ঘিরে যেভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় সাংবাদিকরা নিগ্রহীত হয়েছে তার প্রতিবাদ জানাতে মঙ্গলবার বেলডাঙায় এক মৌন মিছিলের আয়োজন করা হয়। এদিনের মিছিলে অংশগ্রহণ করেন মুর্শিদাবাদ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, চিত্র সাংবাদিক, লেখক, শিক্ষক, সাধারণ মানুষ ও সমাজের বিশিষ্টজনেরা। বিকেল ৫ টায় এই মিছিল শুরু হয় হরিমতী বালিকা বিদ্যালয়ের কাছ থেকে, ঘুরে সারা বেলডাঙা শহর এবং এই মর্মে বেলডাঙা থানার ওসির কাছে একটি ডেপুটেশন স্মারকলিপি জমা দেন তারা।
 |
| সেবাব্রত মুখোপাধ্যায় (বামে), কৌশল অধিকারী (ডানে) |
প্রসঙ্গত সোমবার ২৩ এপ্রিল বেলডাঙা ব্লক অফিসে পঞ্চায়েত ভোটের মনোনয়নের দিন দুষ্কৃতিদের হাতে আক্রান্ত হন আনন্দবাজার পত্রিকার মুর্শিদাবাদ জেলার বেলডাঙার সাংবাদিক প্রতিনিধি সেবাব্রত মুখোপাধ্যায়, ঔঙ্কার টিভির বহরমপুরের সাংবাদিক বিনয় রায়। এপ্রিলে কান্দিতে বাংলা 24x7 টিভি চ্যানেলের সাংবাদিক কৌশিক ঘোষ, মার্চে কান্দিতে রামনবমী মিছিলে আক্রান্ত হন নিউজ টাইম ও দৈনিক যুগশঙ্ক পত্রিকার সাংবাদিক কৈশিক অধিকারী। এসব আক্রান্তের ক্ষেত্রে অভিযোগের তীর শাসক আশ্রিত দুষ্কৃতির দিকে।
 |
| বিনয় রায় (বামে), কৌশল ঘোষ (ডানে) |
গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা পঞ্চায়েত ভোটের মনোনয়নের খবর সংগ্রহ করতে গিয়ে যেভাবে দুষ্কৃতিদের হাতে রাজ্যের বিভিন্ন জায়গায় আক্রান্ত হয়েছে তা নজির বিহীন। পুলিশের সামনে নিলজ্জের মত রাস্তায় ফেলে তাদের পেটানো হয়েছে। পুলিশ নীরব দর্শকের মত দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। গণতন্ত্রের অন্যতম শর্ত বাক্ স্বাধীনতা। যা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়। সাংবাদিক নিগ্রহের ঘটনা গণতন্ত্রের কণ্ঠরোধ বলে মনে করছেন বিশিষ্টজনেরা।
 |
| ডেপুটেশন স্মারকলিপি |
No comments:
Post a Comment