ওয়েবডেস্ক, জলঙ্গি, ১২ মার্চ : জলঙ্গিতে এক মাধ্যমিক পরিক্ষার্থী বিষ খেয়ে আত্মঘাতী। মৃতের নাম পিঙ্কি খাতুন(১৬)। ঘটনাটি ঘটেছে জলঙ্গি থানার রাইপুর এলাকায়। সূত্রের খবর, এদিন পরীক্ষা দিতে যাওয়ার আগে বাড়ি থেকে আ্যডমিট হারিয়ে ফেলে। বিগত ২০১৭ সালের মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে না পারায় দ্বিতীয় বার ২০১৮ মাধ্যমিক পরীক্ষায় বসে পিঙ্কি খাতুন। আ্যডমিট নিয়ে এদিন সকালে তাকে বকাবকি করায় বিষ খেয়ে আত্মঘাতী করে সে। পুলিশ মৃত দেহ ময়নাতদন্তের জন্য বহরমপুরে মর্গে পাঠিয়েছে।


No comments:
Post a Comment