ওয়েবডেস্ক, বেলডাঙা, ২১ মার্চ: বেলডাঙায় তৃণমূল কর্মীর গলা কাটা মৃতদেহ উদ্ধার। ফজলুল হক(৪০)। মৃতের বাড়ি বেলডাঙা থানার রতনপুর বেদবেরিয়া গ্রামে। বুধবার পুলিশ ভোর রাত নাগাদ মৃত দেহ উদ্ধার করে বেদবেরিয়া ফাঁকা মাঠ থেকে। তবে মৃতের মাথা এখন পর্যন্ত উদ্ধার করতে পারিনি। পুলিশ তদন্তে নেমেছে। পরিবারের দাবি তাকে তৃণমুল থেকে ভোটে দাড়ানোর কথা দিয়েছিল। গতকাল রাতে সেই মিটিং থেকে ফিরে আসার পথে এই ঘটনা।


No comments:
Post a Comment